যুব উন্নয়ন অধিদপ্তর,ময়মনসিংহ।
“কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন” ট্রেডে ভর্তির জন্য (জানুয়ারী/২০২০-জুন/২০২০ সেশনে) আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে এবং সংগে আনতে হবেঃ-
০১. এস.এস.সি এবং এইচ.এস.সি পাশের মূল সনদপত্রের ফটোকপি।
০২. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
০৩. ইউপি চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক বেকারত্ব সনদপত্র।
০৪. সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোট সাইজের ছবি।
০৫. সাক্ষাৎকারের সময় সনদপত্রের মূলকপি সংগে আনতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ২৪.১২.২০১৯খ্রিঃ।
*আবেদনকারীর বয়স ১৮-৩৫ এর মধ্যে হতে হবে।
* শুধুমাত্র ময়মনসিংহ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
*ছবিসহ সকল কাগজপত্র সত্যায়িত হতে হবে।
প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানাঃ
কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (অনাবাসিক)
সার্কিট হাউজ রোড (মূকবধির বিদ্যালয়)
যুব উন্নয়ন অধিদপ্তর,ময়মনসিংহ।
অন লাইন আবেদনের ঠিকানাঃ
dyd.gov.bd
অথবা http://103.48.16.216/tti/
[বিঃদ্রঃ-অন লাইন আবেদনের একটি প্রিন্ট কপিসহ অন্যান্য সকল কাগজপত্রের ফটোকপি এবং ০২কপি ছবিসহ প্রশিক্ষণ কেন্দ্রে জমা দিতে হবে]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস